আসন্ন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ নির্বাচনে সাধারণ শ্রেণীতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী মো: মোস্তাকিম হোসেন। তিনি বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চেম্বারের সচিব মো: আবুল হোসেন খান এর হাত থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
চেম্বারের সচিব মো: আবুল হোসেন খান বলেন,আসছে ২৬ ডিসেম্বর জেলার ব্যবসায়ীদের নিয়ে বৃহৎ সংগঠন এর সহযোগী ও সাধারণ শ্রেনীতে পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি করা হচ্ছে। আজ বুধবার প্রথম ফরম বিক্রি করা হয়েছে চেম্বারের সদস্য মোস্তাকিম হোসেন এর কাছে।
এসময় মোস্তাকিম হোসেন বলেন, ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত আছেন তিনি। চেম্বার নির্বাচন একটি স্বপ্ন ছিলো। ইচ্ছা ছিলো প্রথম ফরমটি কিনবো। তাই কিনেছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই ও সহকর্মী, বন্ধু বর সহ ব্যবসায়ীদের সকলের দোয়া এবং সমর্থণ চান তিনি।