1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

আদানির সঙ্গে করা বড় দুই চুক্তি বাতিল করল কেনিয়া

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৩ পাঠক

ভারতের অন্যতম ধনকুব গৌতম আদানি গ্রুপের সঙ্গে হওয়া বড় দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। যুক্তরাষ্ট্রের একটি আদালত গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ সিদ্ধান্ত নিয়েছে নাইরোবি।

এই চুক্তি দুটির একটি হলো দেশটির প্রধান বিমানবন্দর সংস্থার পরিচালনা ও দ্বিতীয়টি হলো বিদ্যুতের লাইন নির্মাণের জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, “যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে, আমি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না।” তার এই বক্তব্যে পার্লামেন্টে উপস্থিতি আইনপ্রণেতারা চিৎকার করে সমর্থন জানায়।

এর আগে আদানির বিরুদ্ধে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ প্রস্তা ও তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের অভিযোগ এনেছিলেন যুক্তরাষ্ট্রে প্রসিকিউটররা। এরপরই যুক্তরাষ্ট্রের একটি আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তবে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে “ভিত্তিহীন” বলে অস্বীকার করেছে।

উল্লেখ্য, আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দর জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ১৮৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি ছিল যে তারা সেটি ৩০ বছরের জন্য পরিচালনা করবে। বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল।

এছাড়া, বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ৭৩ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তিও ছিল। সূত্র : বিবিসি বাংলা

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD