1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

বিমান বাহিনীর ৩৯ কর্মকর্তাকে শান্তিকালীন পদক প্রদান

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫৭ পাঠক

শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়েছে বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে। এছাড়া শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)কে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করেন। এছাড়াও তিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) দের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যদের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য ৩৯ জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়।

উল্লেখ্য যে, অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মরহুম স্কোয়াড্রন লীডার মুহাম্মদ আসিম জাওয়াদ-কে মরণোত্তর বিমান বাহিনী পদক (ইইচ) মরহুমের স্ত্রী ও মা এর নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও, একই অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য নির্বাচিত ০৬ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD