1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

এভারটনকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ পাঠক

ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্নছাড়া এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রবিবার (১ ডিসেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে লিগ ম্যাচে দুটি করে গোল করেছেন মার্কাস র‌্যাশফোর্ড ও ইয়োশুয়া জির্কজি।

দারুণ এই জয়ে লিগ টেবিলে চার ধাপ এগিয়েছে ইউনাইটেড, আপাতত নবম স্থানে আছে তারা। ১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ১৯।

সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন, অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্ট ওপরে তারা।

সমানতালে দুই পাশে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। তুলনামূলক একটু ভালো খেলার মাঝে ৩৪তম মিনিটে গড়বড় করে ফেলে এভারটন, তা থেকেই এগিয়ে যায় ইউনাইটেড।

ইউনাইটেডের কর্নারের সময় সবাই যখন ছয় গজ বক্সের আশেপাশে ভিড় করে, ব্রুনো ফের্নান্দেস তখন নিচু শটে খুঁজে নেন বক্সের বাইরে র‌্যাশফোর্ডকে। এই ইংলিশ ফরোয়ার্ডের জোরাল শট লক্ষ্যেই ছিল, সেদিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক; কিন্তু মাঝপথে আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার জ্যারার্ড ব্র্যাথওয়েট!

লিগে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন র‌্যাশফোর্ড। গত সপ্তাহে ইপ্সউইচ টাউনের সঙ্গে ১-১ ড্র ম্যাচে তার গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড।

খানিক পর আবার ভুল করে বসেন ব্র্যাথওয়েট এবং সেটাও কাজে লাগাতে ভুল করেনি স্বাগতিকরা। নিজেদের সীমানায় সতীর্থের পাস পেয়ে প্রতিপক্ষের চাপের মুখে হারিয়ে ফেলেন এই সেন্টার-ব্যাক। আলগা বল ধরে দ্রুত বক্সে ঢুকে ফের্নান্দেস বাঁদিকে খুঁজে নেন জির্কজিকে, আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধ শুরুর ২০ সেকেন্ডেই তৃতীয় গোল করে ইউনাইটেড। জির্কজির পাস ধরে দ্রুত এগিয়ে থ্রু বল বাড়ান আমাদ দিয়ালো আর কাছ থেকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন র‌্যাশফোর্ড।

৬৪তম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ডিফেন্ডার জেমসের দুর্বলতায় বল ধরে আক্রমণ শাণান কোত দি ভোয়ার ফরোয়ার্ড দিয়ালো। অনেকটা এগিয়ে বক্সে তিনি পাস দেন জির্কজিকে এবং ডান পায়ের প্লেসিং শটে স্কোরলাইন ৪-০ করেন ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ড।

আমুরির কোচিংয়ে ইপ্সউইচের সঙ্গে ১-১ ড্রয়ের পর, গত বৃহস্পতিবার ইউরোপা লিগে বুদে/গ্লিম্টকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আশায় এবার তারা পেল টানা তৃতীয় জয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD