মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আযম বলেছেন, আজ ১ ডিসেম্বর, এটি আমাদের বিজয়ের মাস। মহান শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। তাঁদের আত্মত্যাগ আমরা ভূলবো না। তাঁদের আত্মত্যাগকে ধারণ করে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করব।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মহান শহীদ বেদীতে দাঁড়িয়ে আছি। এখানে নিহত হয়েছেন দলমত, ধর্ম নির্বিশেষে। ভূয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। আমরা অনলাইনে মুক্তিযোদ্ধাদের তালিকা ও আপত্তি ফরম দিয়ে দেব। এতে জনগণও আপত্তি দিতে পারবেন। যারা প্রতারণা করে মুক্তিযাদ্ধার তালিকায় অন্তরভুক্ত হয়েছেন, আমরা চাই তারা সনাক্ত হোক।
রবিবার (১ ডিসেম্বর) কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের কোল্লাপাথর মুক্তিযোদ্ধা শহীদ সমাধীস্থল পরিদর্শন ও শহীদস্মৃতি বেদীমুলে পুস্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। সংস্কার প্রক্রিয়া চলছে। সকল দলের মতামতের ভিত্তিতে সকলের অংশ গ্রহণের মাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম প্রমুখ।