রাজধানীর তুরাগ থানাধীন দলিপাড়া খাজারডেগ নামক এলাকায় ড্রামট্রাকের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
নিহত অটোরিকশা চালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নওগা জেলার দামইড়হাট থানার আর্জিআরা নগর গ্রামের মৃত মোহাম্মদ বয়রুদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে দলিপাড়া রানওয়ের সামনে প্রাইভেটকার এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ইজিবাইকের চালক মুক্তার হোসেন এবং ইজিবাইকের এক যাত্রী গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর পর ড্রাম ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাক সহ ট্রাকের হেলপারকে আটক করে তুরাগ থানা পুলিমের নিকট হস্তান্তর করেন পথচারী এবং স্থানী জনতা।
মঙ্গলবার সকালে মাত্র দুই ঘন্টার ব্যবধানে দলিপাড়া এলাকার দুই স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুইটি ঘটে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে মাটিবাহী একটি ড্রামট্রাক বেপরোয়া গতিতে একটি উত্তরা থেকে বাউনিয়া যাওয়ার পথে দলিপাড়া খাজারডেগ এলাকা একটি অটোরিকশায ধাক্কা দিলে ঘটনা স্থলে অটোরিকশা চালকের মৃত্যু হয় এবং বিমানবন্দর রানওয়ের সামনে একটি প্রাভেটকার এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যাত্রী সহ ইজিবাইকের চালক গুরুতর আহত হয়। আহত দুিজনকে উত্তরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হযেছে। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করেছে তুরাগ থানা পুলিশ।