
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার আওলাদ হোসেন বাবলু।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে মহিয়সী নারী মাদার তেরেসার জীবনি নিয়ে আলোচনা সভায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ।
এসময় গণমাধ্যমের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন, দেশের সংকটে যখন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সাহসি ভুমিকা রাখে তখন প্রকৃত মানুষ মানবিকতার চিত্র ফুটে উঠে। তারা জানান যে মানবতায় উদাহরণ রেখে গেছেন মহিয়সী মাদার তেরেসা তাকে স্বরন করে সমাজের প্রতিটি মানুষকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা অবিচল রাখা খুব জরুরি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল কাউন্সিলের প্রফেসর ড. এম এ সাত্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমকর্মী।।