
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বীর শহীদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতাকর্মী সহ উত্তরা প্রেসক্লাবের সদস্যরা।
সোমবার সকালে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ,সিনিঃ সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মানিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ, সহ-সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক স্বপন রানা, অর্থ সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক চপল সরদার, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিক শিবলী, প্রচার সম্পাদক তানভীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ক্লাবের পক্ষ থেকে বীর সেনাদের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান ও সিনিয়র সদস্য আশরাফ হোসেন ডালি, উত্তরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী প্রমুখ।