1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে ভাষানটেক থানা পুলিশ

সংবাদদাতা, ঢাকা-
  • প্রকাশ | সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ পাঠক

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে ভাষানটেক থানাধীন দেওয়ানপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

ভাষানটেক থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা বিকেলে সোয়া তিনটার দিকে ঘটনাস্থল থেকে একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করে ভাষানটেক থানা পুলিশ।

উদ্ধারের পর দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙ্গা গুলি ৪ রাউন্ড। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD