ঐতিহ্যবাহী মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধংস করার জন্য শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মানের চলমান কাজ বন্ধের দাবিতে নরসিংদীর মাধবদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলী জমির উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী এবং বাবুরহাটের যে ঐতিহ্য সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে, অন্যদিকে সরকারের তিনগুন বেশি টাকা খরচ করা হচ্ছে। এই মাধবদী এবং বাবুরহাটকে ঘিরে অনেক শিল্পকারখানা ও অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে। প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থান এই এলাকায়। এ ছাড়া দুইটি বাজারে প্রতি সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হয়। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্ম হারাবে, ব্যবসায়ীক লেনদেন কমে যাবে। তাই এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্ত করার জোর দাবী জানান তারা।
মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, আমরা মাধবদীবাসী সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি সাদেক গাজী সহ সংগঠনের নেতাকর্মীরা।