
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর তুরাগের বাউনিয়া আব্দুর জলিল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. খোরশেদ আলম মাদবর এর সভাপতিত্ব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর (উত্তর) সদস্য সচিব -হাজী মোঃ মোস্তফা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন বলেন, বাচ্চাদের ক্রীড়া নৈপুণ্য, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি ছিল আনন্দময় ও উৎসবমুখর। এসময় তিনি আরো বলের সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, স্কুলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি দেখে বুঝতে পেরেছি স্কুলের কি অবস্থা। আমি মনে করি এই স্কুল স্বৈরাচারদের পেতাত্তারা এখনো কমিটি এবং শিক্ষকদের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। যতদিন পর্যন্ত এই স্বৈরাচাদের পেতাত্তারা স্কুলে মধ্যে থাকবে ততদিন এই স্কুলের উন্নতি হবে না। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।