উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি এবং ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ জামির হোসেন।
এসময় উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকরা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জসিম উদ্দিন রোড পাকার মাথায় উত্তরা প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় অতিথির সাথে সকল সংবাদকর্মীদের পরিচয় করিয়ে দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান,
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সেশনের সভাপতি মাসুদ পারভেজ,যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আমিন হাসান,সহ-সম্পাদক আরিফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা সোহেল, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক তানজিন মাহমুদ তনু, তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক তরিক শিবলী, কার্যকরী সদস্য তানবির, উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান,সদস্য নাজমুল সহ দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি এমদাদুল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুকুল, প্রচার সম্পাদক সওকত হোসেন সঙ্গে অনেকেই।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জামির হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা হাত খুলে কাজ করবেন, আমাদের দলিয় লোকজন আপনাদের পাশে আছে। আমরা যদি খারাপ কিছু করি আমাদের বিরুদ্ধে লিখবেন আর আমরা যদি ভালো কিছু করি সেটাও লিখবেন। আপনারা যা সত্যি তাই লিখবেন আপনাদের প্রতি আমাদের কোন বাঁধা নেই। আপনাদের পাশে আমি আগেও ছিলাম এখনও আছি।