August 21, 2025, 2:24 am

ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ মদ পানে প্রাণ গেল ৩ জনের

Reporter Name 202 View
Update : Thursday, February 6, 2025

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মেয়াদোত্তীর্ণ মদ (হুইস্কি) পান করে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), একই গ্রামের রাশেদের ছেলে সুমন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সদরের নিজাম উদ্দিন (৪০)।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বন্ধু নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে মাসুদ ফুফাত ভাই আব্দুল জলিলের বাড়িতে আসে। এসময় তাদের সঙ্গে মেয়াদোত্তীর্ণ এক বোতল হুইস্কি ছিল। গভীর রাতে তারা এক সঙ্গে হুইস্কি (মদ) পান করে। এরপর তিনজন বেহুঁশ হয়ে পড়ে থাকে। বুধবার সারাদিন এ অবস্থায় থাকলেও তাদের হাসপাতালে নেয়া হয়নি। পরে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে স্বজনরা তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তারা মারা যান।

তিনি বলেন, তিনজন মারা যাওয়ার খবর পেয়ে মাসুদ পালিয়ে যায়। তার বাড়ি পার্শ্ববর্তী হোসেনপুর থানার পিপলাকান্দি গ্রামে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর