আওয়ামী লীগের নজর মানুষের পকেটে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। নরসিংদীর আমিরগঞ্জ বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, বিগত সৈরাচার সরকার খেলাধুলা থেকে শুরু করে কোনো উন্নয়নে নজর দেয়নি। তাদের নজর ছিলো মানুষের পকেটে। কিভাবে মানুষের পকেট থেকে টাকা মারা যায়, মানুষের ট্যাক্সের টাকা নেয়া যায়, বিদেশে টাকা পাচার করা যায়। এগুলোতে ছিলো আওয়ামীলীগের নজর। আর বিএনপি নেয়া নয়, সবসময় মানুষের পকেটে কিভাবে টাকা দেয়া যায় সেটা নিয়ে চিন্তা করে।
এসময় নরসিংদী জেলা তাঁতীদলের সহ-সভাপতি কাজী হাতেম আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপুর সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার সহ অনেকে।