1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

মনোহরদীতে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে প্রধান শিক্ষকের বাড়ীতে দফায় দফায় হামলা, ভাংচুর

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ পাঠক

নরসিংদীর মনোহরদীতে চন্দবাড়ী এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদে নাম প্রস্তাবের দাবীতে প্রধান শিক্ষকের গ্রামের বাড়ীতে তিনদফা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে আজ বিকেলে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।

ভুক্তভোগি প্রধান শিক্ষক রমিজ উদ্দীন আকন্দ জানান, আমি ক্যান্সার আক্রান্ত রোগি ও চন্দবাড়ী এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককের দায়িত্বে আছি। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির কমিটিতে সভাপতি পদে নাম প্রস্তাব করতে শাহাদাত হোসেন বিপ্লব নামের এক রাজনৈতীক নেতা নানাভাবে আমার উপর চাপ সৃষ্টি ও হুমকি প্রদান করে আসছিলেন। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে আমার বাড়ীতে একদল হোন্ডারোহী যুবক তার বাড়ীর জানালার কাঁচ ভাংচুর করে।

তিনি বলেন, এর আগেও দফায় দফায় তার বাড়ীতে আরেক চড়াও হয় শাহাদাত হোসেন বিপ্লবের সাঙ্গপাঙ্গরা। এমতাবস্থায় বুধবার দিবাগত মধ্যরাতে তার বাড়ীর দরোজার সামনে প্রচন্ড শব্দে ৫ টি পটকার বিস্ফোরণ ঘটানো হয়। পরে গ্রামবাসী চারদিক থেকে ছুটে এলে ১১ টি অবিস্ফোরিত হাত বোমা ফেলে তারা পালিয়ে যায়।

প্রধান শিক্ষক রমিজ উদ্দীন আকন্দের পরিবারের লোকজন জানান,আক্রমনকারীরা চলে যাবার পর রাতের বেলা ঘরের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এ হাত বোমা গুলো পাওয়া গেছে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আব্দুল জব্বার জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD