রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে আমাদের কাছে খবর আসে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সর্বশেষ খবর অনুযায়ী এক ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণ আসেনি।