বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান মুসলিমবিরোধী ধর্মান্ধতার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১৫ মার্চ) ইসলামবিদ্বেষ প্রতিরোধ দিবস উপলক্ষে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেওয়া এক ভিডিও বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জাতিসংঘ প্রধান বলেন, আমরা মুসলিমদের প্রতি বিদ্বেষ এবং বৈষম্যের উদ্বেগজনক বৃদ্ধি দেখতে পাচ্ছি। মানবাধিকারের লঙ্ঘন থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ ও উপাসনালয়ে সহিংসতা পর্যন্ত এর বিস্তার ঘটেছে। এটি অসহিষ্ণুতা ও চরমপন্থী মতাদর্শের অংশ, যা দুর্বল গোষ্ঠীগুলোর ওপর সহিংসতা ছড়িয়ে পড়েছে।
তিনি কোনো নির্দিষ্ট দেশ উল্লেখ না করে সরকারগুলোকে ‘সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা’ করার আহ্বান জানিয়েছেন।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বিদ্বেষমূলক বক্তব্য ও হয়রানি বন্ধ করতে হবে। আর আমাদের সবার উচিত বিদ্বেষ, এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
এদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মোরাতিনোস বলেন, মুসলিমরা প্রাতিষ্ঠানিক বৈষম্য ও আর্থ-সামাজিক বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতায় তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন মুসলিমদের প্রতি অন্যায় আচরণ, অযৌক্তিক জাতিগত বিদ্বেষ, পক্ষপাতদুষ্ট মিডিয়া উপস্থাপনা এবং কিছু রাজনৈতিক নেতার মুসলিম-বিরোধী বক্তব্য ও নীতির মাধ্যমে আরো বাড়ছে।
সূত্র: আল- জাজিরা