২৪ গণঅভ্যুত্থানে নরসিংদীতে প্রথম শহীদ তাহমিদ ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে এই আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সরকারি কলেজ শাখা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ সজিব রায়হানের সভাপতিত্বে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামি আন্দোলন নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা. আশরাফ হোসেন ভুইয়া, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি এইচ এম নূরে আলম সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলন শিলমান্দী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সভা শেষে নরসিংদী সরকারি কলেজ শাখা চলমান কমিটি বিলুপ্ত করে পুনরায় মোহাম্মদ সজীব রায়হানকে সভাপতি, তারেক আবরারকে সহ-সভাপতি ও তামীম ইকবালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।