1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

মাধবদীর কুড়েরপাড়ে বাড়িঘরে হামলা, ভাংচুর, মারধরের অভিযোগ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০১ পাঠক

নরসিংদী সংবাদদাতা:

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের কুড়েরপাড়ে বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) রাতে এঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মাধবদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ। আজ শনিবার বিকালে এ অভিযোগের তদন্ত কর্মকর্তা মাধবদী থানার সেকেন্ড অফিসার এসআই ইউসুফ জানান, এ ঘটনায় এখনো এজাহার হয়নি, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তাদের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল অভিযুক্তদের।

বেবী বেগম নামে এক নারীর অভিযোগ সূত্র জানায়, একই গ্রামে মোঃ নয়ন (৩০) ও তার পিতা আনোয়ার ওরফে গোয়াইলা আনোয়ার(৫০), কাদির মুন্সির ছেলে সিরাজুল (৩৮), মতিউরের ছেলে ফাহিম (৩৮), বাবুলের ছেলে মারুফ (২২), হাবিজুরের ছেলে জুয়েল (২০), আলমাছের ছেলে রুহুল আমিন (২৭), রওশন এর ছেলে রায়হান (২২) সহ অজ্ঞাত আরো ৪/৫ জন তাদের বাড়িতে পূর্ববিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও মারধর করে পালিয়ে যায়।

বেবী বেগমের দেওয়া অভিযোগে আরও উল্লেখে করেন, তার স্বামী সেলিম মিয়া, ছেলে জোবায়ের হোসেন (১৯) কে খারাপ ভাষায় গালি গালাজ করতে থাকে গালি গালাজ না করার জন্য আমরা তাদের মৌখিক ভাবে নিষেধ করিলে তারা উত্তেজিত হইয়া আমাদেরকে হাতে থাকা দেশী অস্ত্র দিয়ে এলোপাথারী পিটাইয়া কিল ঘুষি, লাথি, মুড়া, মারিয়া শরীরের বিভিন্ন অংশে নিলাফুলা জখম করে। তারা বসত বাড়ীর টিনের গেইট, গ্লীল, বাড়ী, ঘর, ভংচুর করিয়া অনুমান ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। আমাদেরকে প্রকাশ্যে হুমকি দেয় যে, আমাকে আমার পরিবারের লোকজনকে সুযোগ পাইলে খুন করিয়া ফেলবে।

ভুক্তভোগীরা মোছা: বেবী বেগম এর ছেলে আরাফাত আহমেদ রনি জানান, পৌলানপুর মৌজাস্থিত মোছাঃ ইয়াসমিন বেগম এর নিকট হইতে ৫ শতাংশ সম্পত্তি খরিদ করিয়া ভোগ দখলে নিয়োজিত থাকা অবস্থায় অভিযুক্তদের সাথে তাদের বিরোধ চলে আসতেছে এরই জের ধরে ১৯ মার্চ রাত পৌনে ৮টায় দিতে তারা হামলা চালিয়ে বাড়িঘর, ভাংচুর করা সহ পরিবারের সবাইকে মারধর করে। এখনো তারা নিরাপত্তা হিনতায় ভোগছেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD