1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

ভারতের মণিপুর রাজ্যে গোলাগুলি, নিহত ১০

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৮ পাঠক

ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে অন্তত ১০ জন বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এই সংঘর্ষে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বার্তাসংস্থা রয়টার্স জানায়, নিহত বিদ্রোহীরা মিয়ানমারে আশ্রয় নেওয়া ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য। তারা গত নভেম্বর থেকে ভারতে ফিরে এসে নতুন করে হামলার চেষ্টা চালাচ্ছিল।

ভারতীয় সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, ১০ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। 

২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এর ফলে ভারতের সঙ্গে ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ মিয়ানমার সীমান্ত কার্যত অরক্ষিত হয়ে পড়ে। এ সুযোগে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভারতীয় সীমান্তে সক্রিয় হয়ে ওঠে।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে শুরু হওয়া জাতিগত দাঙ্গা এখনো থামেনি। মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘর্ষে ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

৩২ লাখ জনসংখ্যার মণিপুরে মূল উপত্যকা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মেইতিদের প্রভাব, আর পাহাড়ি এলাকায় সংখ্যালঘু কুকিদের উপস্থিতি, এই ভৌগোলিক বিভাজনকেও ঘিরে চলছে সহিংস বিরোধ। কুকি সম্প্রদায় অভিযোগ করছে, মেইতিরা তাদের অধিকার খর্ব করতে চাইছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD