1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

নুসরাত ফারিয়ার জামিন বিশেষ বিবেচনায়

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১০ পাঠক

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর ভাটারা থানার মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে বিশেষ বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। আজই ফারিয়া কারামুক্ত হতে পারেন বলে আশা করেন ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।

শুনানির জন্য আগামি ২২ মে দিন ধার্য করা থাকলেও মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বিশেষ বিবেচনায় (স্পেশাল পুটআপ) শুনানি নিয়ে ওই আদেশ দেন।

জামিন প্রসঙ্গে নুসরাত ফারিয়ার আইনজীবী বলেন, মঙ্গলবার ফারিয়াকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশের প্রতিবেদন দাখিল করা সাপেক্ষে জামিন আবেদন শুনানির জন্য ২২ তারিখ ধার্য করা হয়েছিলো। পুলিশ দৃঢ়তা এবং দ্রুততার সহিত আজ সকালেই প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। এর প্রেক্ষিতে স্পেশাল পুটআপ দিয়ে শুনানি করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, গত বছর জুলাইয়ের ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত কানাডাতে ছিলেন ওই বিবেচনায় শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় (বন্ড) মামলার চার্জশিট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন বলে জানান।

গত রবিবার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরের দিন ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে ফেইসবুকে পোস্ট করেছিলেন কিনা সেই মর্মে পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। ওই প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে গত বছরের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর এলোপাথাড়ি গুলি চালানো হয়। পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন
এনামুল হক।

সুস্থ হয়ে চলতি বছরের ২৮ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে নালিশী (সিআর) মামলাটি করেন। আদালতের নির্দেশে পরে তা নিয়মিত মামলায় রূপান্তরিত হয়।

মামলায় অর্থের জোগানদাতা হিসেবে মামলায় সিনেমা ও নাট্য জগতের ১৭ জন তারকাকে আসামি করা হয়। এদের মধ্যে চিত্রনায়িকা ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খান প্রমুখ রয়েছেন।

প্রসঙ্গত, মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার এই অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর গত দুইদিন ধরে বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা চলছে, যাতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD