করোকালীন সময়ে ঘরে বসে থেকে অনলাইন প্লাটফর্মে বুটিকস এর কাপড় বিক্রি করে নানা প্রতিকূলতার মাঝে আজ সফল নারী উদ্যোক্তার গৃহবধূ নরসিংদী রনি আক্তার। স্বামীর প্রচেষ্টায় তিনি তিলে তিলে গড়ে তুলেছেন রংধনু বুটিকস নামে শো-রুম। বুধবার (২১ মে) বিকালে নরসিংদীর মাধবদীতে স্কুল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নারী উদ্যোক্তা রনি আক্তারের পরিচালিত দ্বিতীয় শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত বিভিন্ন নারী উদ্যোক্তারা বলেছেন একজন নারীর সফলতা পিছনে অনেক গল্প থাকে। তার উদাহরণ হলো রনি আক্তার।
নরসিংদী জেলায় নারী উদ্যোক্তাদের আরও উৎসাহিত করে তুলেছে রনি আক্তার এ সফলতা। রনির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার অন্যান্য নারী উদ্যোক্তারা। তারা বলেন, একটি সময় ছিল, যখন খুব কম নারী উদ্যোক্তা হওয়ার সাহস করতেন। তবে এখন যুগ পরিবর্তন হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে নারীরা স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হচ্ছেন, সেই সঙ্গে পরিবারের দায়িত্বও পালন করছেন।
রনির হাতের তৈরী বুটিক ডিজাইন করা বিভিন্ন মূল্যের পোশাক রংধনু বুটিকস নামে এ শোরুমে সাজিয়ে রাখা হয়েছে। এর মাঝে কসমেটিক, থ্রী-পিস,টু-পিস, শাড়ি, লেহেঙ্গা, ব্যাগ সহ বিভিন্ন জাতের পোশাক রয়েছে এখানে। সুলভ মূল্যে এ শোরুম থেকে কেনাকাটা করার জন্য সবাইকে আহ্বান জানান রনি আক্তার।