December 2, 2025, 6:35 pm

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন আইজিপি জাবেদ পাটোয়ারী

Reporter Name 142 View
Update : Thursday, April 9, 2020

বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারী। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে র‌্যাবের ডিজি হিসেবে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হয়।

জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাবেদ পাটোয়ারী বিসিএসে ১৯৮৪ ব্যাচে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।

জাবেদ পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর