September 11, 2025, 11:37 am

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name 154 View
Update : Tuesday, August 28, 2018

নিউজ ডেস্ক,মঙ্গলবার,২৮ আগস্ট ২০১৮: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন।নিহতরা হলেন- ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সোয়া ৬টার দিকে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শ্বশুর বাড়ি থেকে ঢাকার আশকোনা এলাকার কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম তার স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশায় কুমিল্লায় ফিরছিলেন। সকাল সোয়া ৬টার দিকে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমিনুল ইসলাম (৪৫), তার স্ত্রী ইয়াসমিন (৩২), মেয়ে আফসানা (১২) ও ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) আহত হয়।

পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফির মৃত্যু হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর