December 2, 2025, 6:31 pm

তারাবি নামাজ ঘরে পড়ার আহবান প্রধানমন্ত্রীর

Reporter Name 157 View
Update : Thursday, April 16, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পবিত্র রমজান মাসের তারাবি নামাজ ঘরে বসে পড়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে সরকার যথাযথ প্রস্তুতি নিয়েছে। রমজান মাসে কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যেন অসুবিধা না হয় সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু সৌদি আরবে তারাবি নামাজ মসজিদে পড়ছে না, অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যেই কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবির নামাজ পড়ুন।’

তিনি বলেন, ‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে- সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করল বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।’

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনাদের আর্থসামাজিকের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর