December 2, 2025, 6:35 pm

ঘরে বসেই মুজিবনগর দিবস পালনের আহ্বান কাদেরের

Reporter Name 137 View
Update : Friday, April 17, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংকটের কারণে ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারণে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের সকল সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘করোনা প্রতিরোধ যুদ্ধে সামনে থেকে যে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে সেবা প্রদান করে চলেছেন ঐতিহাসিক মুজিবনগর দিবসে তাদের সকলকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা জানাই। প্রাণঘাতি করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক বা প্রতিকার না থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র উত্তম পন্থা।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঘরে ঘরে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল। আজ করোনা ভাইরাস প্রতিরোধে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে পারলে জয় আমাদের হবেই।’

বাংলাদেশের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সক্ষম হবো বলেও জানান ওবায়দুল কাদের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর