December 2, 2025, 5:42 pm

দেশের পথে চেন্নাইয়ে আটকা পড়া ১৬৪ বাংলাদেশি

Reporter Name 154 View
Update : Wednesday, April 22, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের চেন্নাইয়ে আটকা পড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় তৃতীয় দফায় চেন্নাই থেকে আটকা পড়া যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে বিমানটি।

এর আগে গতকাল ও পরশুও চেন্নাইয়ে আটকা পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ও ২১ এপ্রিলের মতো আজ এবং আগামী ২৪ ও ২৫ এপ্রিলও চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইট চেন্নাই থেকে দুপুর সোয়া ১২টায় ছেড়ে বিকেল সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনা ভাইরাসের মহামারির মধ্যেই গত এক মাসেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা নিতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। এরইমধ্যে গেল ১৭ এপ্রিল থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারত থেকে কোনওভাবেই ফিরতে পারছিলেন না বাংলাদেশিরা।

এ অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এবং তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

ইউএস-বাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব যাত্রী করোনা আক্রান্ত নন তাদের হোম কোয়ারেন্টাইনে ও যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই তাদের দেশে ফিরে সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। সুস্থ হয়েছেন ৮৭ জন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর