November 12, 2025, 6:53 am

মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name 134 View
Update : Sunday, August 2, 2020

সরকার মানুষের ভাগ্য উন্নয়নে ও উন্নত জীবন নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য। মহামারির সময়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।’

জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে রবিবার (২ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এজন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন।’

তিনি বলেন, ‘জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে।’

সরকারপ্রধান বলেন, ‘এই আগস্ট মাসেই আমি আমার সবাইকে হারিয়েছি। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর