August 29, 2025, 3:16 pm

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট 199 View
Update : Tuesday, November 3, 2020

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরে এলে বাংলাদেশের ততকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাকে তেজগাঁও বিমানবন্দরে স্বাগত জানান। সে ছবির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের হাইকমিশনারের কাছে উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সাক্ষাতকালে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপুসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর