September 13, 2025, 11:26 pm

আসামিদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন বাদী

কিশোরগঞ্জ সংবাদদাতা: 150 View
Update : Sunday, December 13, 2020

কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রতিপক্ষের লাঠির আঘাতে মনির (৩২) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তবে মামলা দায়েরের পর থেকে আসামিদের ভয়ভীতিতে বাড়ি ছেড়ে পালিয়েছেন বাদী পরিবার।

জানা গেছে, উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া মীরপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে মনিরকে একই গ্রামের মজিবুর রহমান, মুখলেছ, শামীম মিয়া, হাবিবুর রহমানসহ আরও ৮/৯ জন শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনে চলতি বছরের ১২ এপ্রিল মনির মারা যান। এরপর মৃত মনিরের মরদেহ ময়না তদন্ত হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় মনিরের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ওই মামলায় আসামিরা উল্টো বাদীকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করে। বর্তমানে তারা বসত বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

নিহত মনিরের স্ত্রী তামান্না জানান, আমার স্বামীকে হত্যার ঘটনায় মামলা দায়েরে পর আসামিরা আমার তিন সন্তানসহ আমাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। আসামিদের বিচার তো দূরের কথা তারা উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমার তিন সন্তানসহ জীবন বাঁচাতে নানা বাড়িতে অবস্থান করছি।

এ ব্যাপারে দেহুন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু ভুক্তভোগী পরিবারটি আসামিদের নানা রকম হয়রানির শিকার হচ্ছেন বলে সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান- আসামি অনেকের বাড়ি সাকুয়া বাজারের সন্নিকটে হওয়ায় বাদী বাজারে আসা-যাওয়ার পথে ভয়ভীতি দেখায় বলে শুনেছি।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, হত্যা মামলার চার্জশিট দেয়া হয়েছে। বাদীকে ভয়ভীতির অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর