August 6, 2025, 1:08 am

প্রশংসায় ভাসছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রাহমান

নিজস্ব প্রতিবেদক: 257 View
Update : Monday, February 8, 2021

প্রশংসায় ভাসছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান সুজন। তিনি নরসিংদীর কৃতি সন্তান, নিজ উপজেলা রায়পুরা সহ তথা সারা বাংলায় রয়েছে ব্যাপক সুনাম। তিনি আওয়ামী যুবলীগের রাজনীতিকে নতুন করে উজ্জিবীত করে তুলতে দলীয় কর্মীদের পাশে থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ও শুক্রবার রাঙ্গামাটি পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আকবর হোসেন চৌধুরীকে বিজয়ের লক্ষে দুইদিন ব্যাপি গণসংযোগ ও প্রচারণায় অংশনেন। তিনি রাঙ্গামাটিতে প্রশংসায় ভাসছেন নতুন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। রাঙ্গামাটি পৌরসভায় নৌকার পক্ষে গণসংযোগ করা কালে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
ইরফানুল আলম জিকু (Irfanul Alam Jiku) নামে একটি ফেসবুক থেকে ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়া হয়। পাঠকদের জন্য পোস্টটি হুবহুব তুলে ধরা হলো:-
তিনি লিখেছেন-
“নৌকার প্রচরনায় মাঝে হঠাৎ এক ভিক্ষুক মহিলা তাকে দাড়ঁ করালেন,তিনি স্বভাব সুলভ ভঙ্গিতে দাড়াঁলেন, যেখানে অন্য কোন নেতা বা জনপ্রতিনিধি হলে তিনি বা তার নেতা কর্মীদের ধাক্কায় ভিক্ষুক মহিলাটিকে তাড়িয়ে দিতেন।”
তার বিপরীতে একজন সাধারন মানুষের ন্যায়, ভিক্ষুক মহিলার কথা শুনলেন,তাকে ভালবাসার পরশে বুজিয়ে দিলেন আপনিও এ দেশের নাগরিক,মন ছোট করবেন না। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। আমরা আপনাদের ছেড়ে কই যাবো। নৌকায় ভোট টা দিবেন। উনি হচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র। যে রক্তে স্বাধীনতার স্বপ্ন বুননের অঙ্গিকার,যে রক্ত অধিকার আদায়ের কথা বলে, সে রক্তে কিভাবে সাধারনের মাঝে সাধারন থাকবে না?
হ্যাঁ, যুবনেতা ব্যারিস্টার তৌফিকুর রাহমান সুজন ভাই এর কথা বলছি।
এগিয়ে যান ভাই এভাবে মানুষের পাশে থেকে।
বিঃদ্রঃ রাঙ্গামাটিতে উক্ত প্রচরনায় অংশ নেয়া একজন সাধারন জনগন উক্ত বিষয়টা আমাদের অবগত করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর