July 31, 2025, 9:03 am

করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

Reporter Name 155 View
Update : Monday, February 15, 2021

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেন তারা। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও একই হাসপাতালে করোনার টিকা নেন।

এর আগে, গত ৬ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনের মাঠে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণও টিনা নেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনার টিকা নেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

গত ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনার টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এছাড়াও ইতোমধ্যে সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর অনেক নেতাকেই টিকা নিতে দেখা গেছে।

গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। ওইদিনই একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিচারপতিসহ বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ টিকা গ্রহণ করেন।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। ২৮ জানুয়ারি ঢাকার ৫টি হাসপাতালে একদিনে ৫৪১ জনকে করোনা ভ্যাকসিন দেয়া হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর