December 2, 2025, 12:13 pm

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

Reporter Name 165 View
Update : Wednesday, February 24, 2021

বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ৪ হাজার ৪০২ কোটি ডলার।

এই পরিমাণ রিজার্ভ দিয়ে ১১ মাসেরও বেশি আমদানি দায় পরিশোধ করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

এর আগে প্রথম ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার ছাড়ায় গত বছরের ১৫ ডিসেম্বর। এরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায় পরিশোধের ফলে রিজার্ভ কিছুটা কমে গেলেও জানুয়ারি থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করে।

সিরাজুল ইসলাম বলেন, করেনার মধ্যেও প্রবাসী আয় প্রবাহ ভালো থাকায় রিজার্ভ বাড়ছে। বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহে ২৫ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রিজার্ভ বেড়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর