July 30, 2025, 8:16 pm

সিরাজগঞ্জে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু

Reporter Name 138 View
Update : Friday, May 7, 2021

সিরাজগঞ্জের সায়দাবাদ মুলিবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভিক্ষুক ছিলেন বলে নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আনিসুর রহমান। মৃতদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতরাতের কোনো একসময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে গেলে আজ সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু হয় তার। মৃতের নাম পরিচয় খুজছে কতৃপক্ষ।

উপ-পরিদর্শক আনিসুর রহমান হাসপাতাল থেকে দুপুর আড়াইটার জানান, গতরাতের কোন একসময় মুলিবাড়ি রেলগেট এলাকায় অজ্ঞাত কোনও গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে রাতেই তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে আমরা মর্গে এসেছি তবে মৃতের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) মো. ফরিদুল ইসলাম জানান, রাতে মুমুর্ষ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সকালে তিনি মারা গেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর