August 13, 2025, 3:09 am

টাঙ্গাইলে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৬

ডেস্ক রিপোর্ট- 198 View
Update : Thursday, October 6, 2022

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনের কাছে একতা প‌রিবহনের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রিয়ে মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার‌ দিকে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যানেজার মো. র‌ফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত‌্যু হয়েছে।

তিনি আরও জানান, এখনও উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর