August 11, 2025, 7:41 pm

নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব- ইলিয়াস কাঞ্চন।

ডেস্ক রিপোর্ট- 155 View
Update : Saturday, October 29, 2022

প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতায় নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। শনিবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডে সড়ক নিরাপত্তাবিষয়ক সমাবেশে তিনি এমন আশা প্রকাশ করেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি আশাবাদী, সবাই যদি একটু একটু করে চেষ্টা করি তাহলে অবশ্যই নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে। এ ব্যাপারে জাতিসংঘ তাগিদ দিচ্ছে, আমাদের এটা করতেই হবে।’

টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি সমাবেশে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন এরশাদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল ইসলাম পিটু।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর