ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক বিক্রেতার জেল জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একব্যাক্তিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আটককৃতকে ভ্রম্যামান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জয়পুর গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ইন্সপেক্টর চন্দন গোপাল সুর এক অভিযান চালিয়ে তপন চন্দ্র দেবনাথকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ( উপজেলা নির্বাহী কর্মকর্তা ) হাফিজা জেসমিন ধৃত তপন চন্দ্রকে ছয়মাসের দন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, ভ্রাম্যমান আদালত পরিচালনায় ঈশ্বরগঞ্জ থানার চৌকস পুলিশবাহিনী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আন্তরিকভাবে সহযোগিতা করেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর