August 3, 2025, 7:49 pm

নরসিংদী-২ আসনে এক পরিবারের ৩ জনের মনোনয়নপত্র জমা

Reporter Name 302 View
Update : Friday, December 1, 2023

দ্বাদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামী লীগের নৌকার ডা. আনোয়ারুল আশরাফ খানের (দিলীপ) সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী ও পলাশ উপজেলা মহিলা লীগের সভানেত্রী আফরোজা সুলতানা (আফরোজা দিলীপ) এবং ছোট ভাই সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পোটন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নরসিংদী জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এই তথ্য জানা যায়।

জানা যায়, নরসিংদী-২ (পলাশ) আসনটি ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খানের দখলে ছিল। ২০০৮ সালের নির্বাচনে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) প্রথমবারের মতো সংসদ নির্বাচন করে আসনটি নৌকার দখলে আনেন।

পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট হয়ে নির্বাচন করে। এ নির্বাচনে জোটগত নির্বাচন হওয়ার কারণে মহোজোট থেকে জাসদের জায়েদুল কবীরকে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে দেওয়া হয়। জাসদের জায়েদুল কবীরকে নৌকা দেওয়ায় ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের ছোট ভাই কামরুল আশরাফ খান (পোটন) স্বতন্ত্র থেকে নির্বাচন করে নৌকাকে পরাজিত করে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখেন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ নির্বাচনে এ আসনটিতে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) মনোনয়ন পেয়ে জয়লাভ করেন।

এক পরিবারে নৌকা প্রতীক দেওয়া সত্ত্বে কেনো তারা তিনটি মনোনয়ন জমা দিয়েছেন এনিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতুহলের জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, জমা হওয়া মনোনয়নপত্র আগামী ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-৯ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর