September 10, 2025, 9:46 am

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইউপি সদস্য গুলিবিদ্ধ

Reporter Name 194 View
Update : Tuesday, March 12, 2024

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে সাবের হোসেন (৩৮) নামে এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলার চাকঢালার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নাজমুল হোসেন।

গুলিবিদ্ধ সাবের নাইক্ষ্যংছড়ি আশারতলী ৮নং ওয়ার্ডের নুর আহমদের ছেলে। তিনি ৮নং ওযার্ডের ইউপি সদস্য।

আহত ইউপি সদস্য সাবের হোসেন বলেন- নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনস্থ জামছড়ি বিওপি হতে আনুমানিক ১০০-১৫০ গজ পূর্বে টিলায় নেটওয়ার্কে গিয়ে মোবাইল কথা বলার সময় মায়ানমার হতে ফায়ারকৃত একটি গুলি তার কোমড়ে আঘাত করে। তখন তিনি মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর