August 4, 2025, 5:22 pm

ঢাকায় ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন

Reporter Name 97 View
Update : Saturday, March 15, 2025

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রাজধানী ঢাকার গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে এই উদ্বোধন শেষে ভবনটি পরিদর্শন করেন অ্যান্তনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা এ তথ্য দিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস।

পরে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

রবিবার (১৫ মার্চ) সকালে জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকা ত্যাগ করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর