August 21, 2025, 7:28 am

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Reporter Name 186 View
Update : Thursday, May 8, 2025

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে তার মৃত্যু হয়। মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।
নিহতের এক নিকট আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারজায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী। এসময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। মাথার গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান তিনি এবং নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।

তিনি বাবা-মা ও দুই সন্তানের পরিবারের বড় সন্তান ছিলেন। তার বাবা কুয়েত প্রবাসী। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশে ফিরেছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর