August 21, 2025, 2:17 am

হজ শেষে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন হাজি

Reporter Name 145 View
Update : Saturday, June 21, 2025

চলতি বছরের পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩১ হাজার ৫৯৫ জন।

শুক্রবার (২০ জুন) হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ১৮২ জন হাজি, সৌদি এয়ারলাইনসের ১৫ হাজার ৪৫৮ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৬ হাজার ৯৬১ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে হজপালনকালে সৌদি আরবে ৩২ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। মৃত্যুস্থান অনুযায়ী ২১ জন মারা গেছেন মক্কায়, ১০ জন মদিনায় এবং একজন আরাফায়।

চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। ওইদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটটি ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ১০ জুলাইয়ের মধ্যে সব হাজি দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর