December 8, 2025, 4:59 am

বিপিএলে যে দলের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস

Reporter Name 176 View
Update : Wednesday, October 10, 2018

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে খেলবেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেইলস। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারই প্রথম বিপিএলে খেলবেন ২৯ বছর বয়সী অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের হয়ে ৫৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলা অ্যালেক্স হেইলসের নামের পাশে ইতিমধ্যেই একটি টি-টুয়েন্টি সেঞ্চুর রয়েছে।

এখন পর্যন্ত ৩২ ও ১৩২ স্ট্রাইক রেটে ১৬০১ রান করেছেন তিনি। আইপিএলের এগারোতম আসরে অস্ট্রেলিয়ান হার্ড হিটার ডেভিড ওয়ার্নারের বদলী হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন তিনি।

হায়দ্রাবাদের কোচ টম মুডি আবার বিপিএলে মাশরাফি বিন মুর্তজার দল রংপুরের কোচের দায়িত্বে আছেন। অ্যালেক্স হেইলস ছাড়াও রংপুর স্কোয়াডে থাকছেন গত বার বিপিএল কাপানো উইন্ডিজ হার্ড হিটার ক্রিস গেইল।

রংপুরের রিটেইন করা চারজন ক্রিকেটারের মধ্যে আছেন ক্রিস গেইল। এছাড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে মোহাম্মদ মিথুন ও স্পিনার নাজমুল ইসলাম অপুকে রিটেইন করেছে টম মুডির দল।

ধরে নেয়া যায়, বিপিএলের ষষ্ট আসরে ক্রিস গেইল ও অ্যালেক্স হেইলসকেই রংপুরের ইনিংস সূচনা করতে দেখা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর