August 4, 2025, 5:56 pm

যে কারণে বিপিএলেকে ওয়ার্নারের ‘না’

Reporter Name 137 View
Update : Friday, October 12, 2018

‘ওয়ার্নার’ আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। বাংলাদেশের মাটিতে খেলেছেন বেশ কিছু সিরিজ। টাইগার মুস্তাফিজের দারুণ ভক্তও তিনি। এবারের বিপিএলে ডি ভিলিয়ার্স-অ্যালেক্স হেলসদের অন্তভূক্তির পর গুঞ্জন উঠেছিল ওয়ার্নারকে দেখা যেতে পারে কোনো দলে।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে স্মিথ-ওয়ার্নারের। এই বছরে বিপিএলে খেলার সম্ভাবনাও ছিলো তাদের। কিন্তু এই বছরে বিপিএলের সাথেই আয়োজিত হচ্ছে বিগ ব্যাশ।

যার কারণে এই বছর আর বিপিএল খেলা হচ্ছে না তার। আর একি কারণে বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা হয়েছে স্মিথের। এবারের বিগ ব্যাশে খেলা হবে তাদের। এই একি কারণে বিপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন রশিদ খান। শুধুমাত্র বিগ ব্যাশের কারণেই তার বিপিএল খেলার ইচ্ছে নাই বলে জানান তিনি।

উল্লেখ্য আগামী বছরের জানুয়ারী থেকেই মাঠে গড়াতে যাচ্ছে এইবারের বিপিএল। বিপিএল নভেম্বরের দিকে হওয়ার কথা থাকলেও নির্বাচনের জন্য পিছানো হয় এইবারের আসর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর