December 16, 2025, 12:32 am

গেলেন ফুফুর লাশ আনতে, ফিরলেন নিজেই লাশ হয়ে

Reporter Name 248 View
Update : Friday, October 12, 2018

মহিপুরের এক ব্যবসায়ী পটুয়াখালী থেকে ফুফুর লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরেছেন। লাশবাহী গাড়ির সঙ্গে মোটরসাইলযোগে মহিপুরের উদ্দেশ্যে আসছিলেন তিনি।

পথে এক নারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের গাছের ওপর উঠিয়ে দেন তার মোটরসাইকেল। এ সময় আসাদুজ্জামান আসাদ (২৮) ঘটনাস্থলেই নিহত হন। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এলাকার ঘটখালী উশ্যিতলায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদের পরিবার জানান, পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফুফু সুফিয়া বেগম (৬০) বৃহস্পতিবার বিকেলে মারা যান। তার লাশ নিয়ে আসার জন্য পটুয়াখালীতে যান আসাদ। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত আসাদ মহিপুরের মৎস্য ব্যবসায়ী ফজলুল হক হাওলাদারের ছেলে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর