September 13, 2025, 10:42 pm

কুমিল্লার হয়ে খেলবেন কুইন্টাইন ডি কক

Reporter Name 151 View
Update : Sunday, October 14, 2018

আগামী ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসর। এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টাইন ডি কক। শনিবার (১৩ অক্টোবর) বেসরকারি টেভিভিশন চ্যানেল সময় টিভি থেকে বিষয়টি জানা গেছে।

গত আসর থেকে তামিম ইকবাল, ইমরুল কায়েস ও শোযেব মালিককে ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর দুই বিদেশি হিসেবে চুক্তি করেছে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডসন এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাশেলা গুনারত্নের সঙ্গে। পরবর্তীতে আরও শক্তিশালী করতে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টাইন ডি কককে নিল তারা।

এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।গত মৌসুমেও তৃতীয় স্থান পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির অধিনায়ক ছিলেন তামিম ইকবাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ লিয়াম ডসন (ইংল্যান্ড), আসেলা গুনারাত্নে (শ্রীলংকা), শোয়েব মালিক (পাকিস্তান) কুইন্টাইন ডি কক (দক্ষিণ আফ্রিকা)।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর