November 3, 2025, 6:54 am

এরশাদের সামরিক হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুঞ্জন

Reporter Name 181 View
Update : Sunday, November 18, 2018

নিউজ ডেস্ক, রবিবার,১৮ নভেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কেননা এরআগে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে যাবেন না বলে ঘোষণা দেয়ার পরই তাকে জোর করে সামরিক হাসপাতালে নেয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

এরশাদের সামরিক হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, উনি রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গেছেন। উনি নিয়মিতই যান। হাসপাতাল থেকে উনি কালও চলে আসতে পারেন। দু’এক দিন দেরিও হতে পারে।

মহাসচিব আরো জানান, উনি প্রায়শই এরকম গিয়ে এক-আধ দিন থাকেন। উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন। স্বাভাবিকভাবে ক্যান্টনমেন্ট তারও একটা আস্থার জায়গা। বাসার চেয়ে কম না। উনি সেখানে এক আধ দিন থাইকা আবার চলে আসেন।

গুঞ্জন নিয়ে রুহুল আমিন বলেন, যেটা আপনাদের ভাবনা, তা নয়। যেসব কথা বলা হচ্ছে, তা মিথ্যা। বিভ্রান্তিকর। জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। উনি জাতীয় নেতা। দলের চেয়ারম্যান। সাবেক রাষ্ট্রপতি। সাবেক সেনা প্রধান। এখন একটা নির্বাচনের কার্যক্রম চলছে। এখন এ ধরনের বক্তব্য আসাটা অনাকাঙ্ক্ষিত। আমরা নির্বাচনে আছি। এবং উনি নির্বাচনে গুলশান থেকে, রংপুর থেকে নির্বাচন করবেন। আরও দুটি আসনেও কথা হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর