November 3, 2025, 9:30 pm

আহত রনি, ওসি বলছেন ‘ডিম নিক্ষেপ!’

Reporter Name 189 View
Update : Saturday, December 29, 2018

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনিকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তিনি মাথা ও পিঠে আঘাত পেয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গলাচিপায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

গোলাম মাওলা রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নামাজ পড়ে বের হওয়ার সময় ১০/১২ জন দুর্বৃত্ত আমার ওপর হামলা করে। এ সময় তারা রড ও লাঠিসোটা দিয়ে আমাকে পেটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। কিন্তু তার আগেই দুর্বৃত্তদের হামলায় আমি মাথা ও পিঠে আঘাত পাই।

তবে এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ বলেন, আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। তবে সেখানে ডিম নিক্ষেপ করা হয়েছে বলে জেনেছি।

উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন গোলাম মাওলা রনি। তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। শুধু তাই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকেও নির্বাচন করছেন। পটুয়াখালী-৩ আসনে বিএনপির হয়ে লড়বেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর