July 30, 2025, 8:16 pm

বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা এবার ধর্মগুরু!

Reporter Name 169 View
Update : Thursday, January 31, 2019

বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার,৩১ জানুয়ারি ২০১৯:
বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া বলিউড পেরিয়ে পাড়ি জমিয়েছেন হলিউডেও। এ সুঅভিনেত্রী যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। অনেক ছবিতে আবেদনময়ী প্রিয়াঙ্কা এবার ধর্মগুরুর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

ভারতীয় ধর্মগুরু মা আনন্দ শীলাকে হলিউডে ছবি বানাচ্ছেন অস্কারজয়ী পরিচালক ব্যারি লেভিনসন। আর ধর্মগুরু মা আনন্দ শীলার চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্ক চোপড়া। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা নিজেই জানান প্রিয়াঙ্কা৷

আমেরিকানদের মনে ভক্তির উদয় ঘটিয়েছিলেন মা আনন্দ শীলা। নেটফ্লিক্সে মা আনন্দ শীলাকে নিয়ে তথ্যচিত্র রয়েছে। যা আমেরিকায় অনেক জনপ্রিয়। ওই তথ্যচিত্র দেখেই ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারি লেভিনসন।

এটি প্রিয়াঙ্কার চতুর্থ হলিউড ছবি হতে চলেছে। ‘কোয়ান্টিকো’ ছবি দিয়ে হলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর