মুক্তিযোদ্ধাসহ তিনজনকে ৬৭ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | বৃস্পতিবার,২৫ এপ্রিল ২০১৯: দুইজন বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে ৬৭ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুদানপ্রাপ্তদের মধ্যে মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের কর্মচারী মো. ইয়াকুব হোসেন খানকে ২৫ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরানকে ১০ লাখ টাকার চেক অনুদান দেয়া হয়। তাদের দুজনকেই চিকিৎসার জন্য এই অনুদানের অর্থ দেয়া হয়েছে।
এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী শিরিনা রহমানকে দেয়া হয়েছে ৩২ লাখ টাকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন।
খবর ও ছবি-যুগান্তর
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর